বহুকাঙ্ক্ষিত বৃষ্টি নামলেও ভোগান্তিতে চট্টগ্রামবাসী

|

বৃষ্টিতে চট্টগ্রামের বিভন্ন স্থানে জলাবদ্ধতা।

চট্টগ্রাম ব্যুরো:

ভ্যাপসা গরম ও তীব্র দাবদাহের পর অবেশেষে চট্টগ্রামের নেমেছে স্বস্তির বৃষ্টি। বুধবার (২০ জুলাই) ভোর থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টিপাত। এতে কিছুটা স্বস্তি পায় নগরবাসী।

তবে স্বস্তির পাশাপাশি এই বৃষ্টি হয়েও দাঁড়িয়েছে ভোগান্তির কারণ। হালকা বৃষ্টিপাতেই পানিবন্দি হয়ে পড়েছে নিচু এলাকার মানুষ। এতে কর্মদিবসের সকালে বিপাকে পড়ে অফিস ও স্কুলগামীরা। জোয়ারের পানির পর বৃষ্টিতেও এখন ভোগান্তিতে অতিষ্ঠ নগরবাসী। তাই দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ও খালের মুখে থাকা বাধা অপসারণে দাবি স্থানীয়দের।

এদিকে, টানা অনাবৃষ্টি, তীব্র খরা ও দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁর জনজীবন। চরম উষ্ণ আবহাওয়ার কারণে সাধারণ মানুষের জীবনব্যবস্থার পাশাপাশি ব্যাহত হচ্ছে আমনের চাষাবাদও। শস্য উৎপাদনের শৃঙ্খল ভেঙে পড়ার শঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা।

খরার তীব্রতায় আষাঢ-শ্রাবণ মাসেও ফেটে চৌচির হয়ে গেছে ফসলের মাঠ। ভরা বর্ষার মৌসুমেও পানির ছোঁয়া পাচ্ছে না ফসলের মাঠ। তাই চারদিকে এখন কেবলই গো-চারণ ভূমি। কার্যত স্থবির হয়ে পড়েছে চাষাবাদ। এই পরিস্থিতিতে আমন চাষিদের মাঝে তৈরি হয়েছে হতাশা। বৃষ্টির জন্য অপেক্ষার প্রহর গুণছেন কৃষকরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply