রান তাড়ায় রেকর্ড গড়ে জয় পাকিস্তানের

|

ছবি: সংগৃহীত

গলে সফল রান তাড়া করার নতুন রেকর্ড গড়ে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। শেষদিনে আব্দুল্লাহ শফিকের অপরাজিত ১৬০ রানে, ৩৪১ তাড়া করে জয় পায় পাকিস্তান।

৩ উইকেটে ২২২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে পাকিস্তান। অপরাজিত ১১২ রান নিয়ে খেলতে নামেন আব্দুল্লাহ শফিক। মোহাম্মদ রিজওয়ান ৪০ রান করে সাঁজঘরে ফেরেন প্রভাত জয়াসুরিয়ার বলে। আগা সালমান ১২ ও হাসান আলি ৫ রান করে ফিরলে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। একদফা বৃষ্টিও হানা দেয়। তবে নাওয়াজ ও অপরাজিত শফিক বাকি কাজটি সারেন।

এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২২২ রানের জবাবে প্রাথমিক বিপর্যয়ে পড়া সত্বেও ২১৮ রান করে পাকিস্তান। লেজের ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন বাবর আজম। আর দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ৩৩৭ রান করলে পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় ৩৪২ রানে।

১৬০ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন ওপেনার আব্দুল্লাহ শফিক। এই জয়ে দুই টেস্টের সিরিজে পাকিস্তান ১-০’তে এগিয়ে গেলো।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply