মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি বাশারের

|

মাত্র দুই মাস আগে তুরস্কের সেনাবাহিনী যখন সিরিয়ার আফরিনে অভিযান চালিয়ে শহরটি দখল করেছিল, তখন সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদ কুর্দি গেরিলাদের সাথে নিয়ে যুদ্ধ করেছিলেন। সিরিয়ান সেনাবাহিনী আর ওয়াইপিজের কুর্দি গেরিলারা কাধে কাধ মিলিয়ে যুদ্ধ করেছিলো।

যদিও শেষপর্যন্ত তুরস্কের সেনাদের থামানো সম্ভব হয়নি।

তবে দুই মাসের মধ্যেই আসাদ হুমকি দিলেন, দেশটির দেইর আজ-জোর প্রদেশ থেকে শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান প্রত্যাহার না করলে কুর্দিদের ওপর বল প্রয়োগ করবে বাশার বাহিনী।

আজ বৃহস্পতিবার রাশিয়া টুডে’কে দেয়া সাক্ষাতকারে বাশার বলেন, ‘আমরা মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলাদের সাথে সংঘাত চাই না। চাচ্ছি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ওরা সরে যাক। কিন্তু যদি না যায়, তাহলে জোর করে সরিয়ে দেয়া হবে।’

সিরিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছিল। দেইর আজ-জোর প্রদেশটি এর আগে আইএসের দখলে ছিল। জঙ্গিদেরকে তাড়িয়ে তা নিয়ন্ত্রণে নেয় কুর্দি যোদ্ধারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply