দীর্ঘদিন দিন থেকেই রান নেই কোহলির ব্যাটে। দলে থাকা নিয়েও উঠছে নানা প্রশ্ন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি যদি বাদ পড়েন তাহলে তার ফর্মে ফেরা কঠিন হবে বলছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
পন্টিং বলেন, আমি যদি প্রতিপক্ষ দলের অধিনায়ক বা খেলোয়াড় হতাম, তাহলে এমন একটি ভারতীয় দলের বিপক্ষে খেলতে ভয় পেতাম যেখানে ভিরাট কোহলি আছে।
বিশ্বকাপজয়ী সাবেক এই অস্ট্রেলিয়ান অধিনায়ক আরও বলেন, আমি জানি কোহলির জন্য সময়টা এখন অনেক চ্যালেঞ্জিং। তার অনেক কঠিন সময় যাচ্ছে। কিন্তু আমি দেখেছি প্রতিটি গ্রেট খেলোয়াড়ই কোনো না কোনো পর্যায়ে এমন সময়ের মধ্য দিয়ে গেছে, সে ব্যাটসম্যান হোক বা বোলার। তবে সেরা খেলোয়াড়রা ঠিকই ঘুরে দাঁড়ায়। কোহলির জন্য এটি কেবল সময়ের ব্যাপার।
সতর্ক করে পন্টিং আরও বলেন, যদি বিশ্বকাপের আগে বিরাটকে বাদ দেওয়া হয় আর সেই জায়গায় যদি অন্য কেউ আসে এবং টুর্নামেন্টে ভালো করে, তাহলে বিরাটের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন হবে।
এদিকে, আসন্ন এশিয়া কাপের আগেই কোহলিকে ফর্মে ফেরাতে জিম্বাবুয়ে সিরিজে পাঠানোর পরিকল্পনা করছে বিসিসিআই। ওয়ানডে ফরম্যাটে অত্যন্ত সফল ভিরাট আন্তর্জাতিক ক্যারিয়ারে করেছেন ৭০টি সেঞ্চুরি। আর তাই সেই মঞ্চকে ব্যবহার করে আবারও ফর্মে ফিরবেন কোহলি এমনটাই আশা করছেন নির্বাচকরা। এছাড়া বেশ কিছু সিনিয়র ক্রিকেটারকে এই সফরে দেয়া হতে পারে বিশ্রাম। সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দিতে পারেন লোকেশ রাহুল অথবা শিখর ধাওয়ান।
/এনএএস
Leave a reply