ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু

|

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ দেয়া হচ্ছে ১০ জুনের টিকেট। চলবে ৬ জুন পর্যন্ত আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন, চলবে ১৫ জুন পর্যন্ত।

টিকিটের প্রত্যাশায় অনেকেই রাতভর অপেক্ষা করেছেন ষ্টেশনে। কমলাপুর স্টেশনের ২৫টি কাউন্টার থেকে দেয়া হচ্ছে আগাম টিকিট। সেখানে ধীর গতির অভিযোগ করেছেন টিকিট প্রত্যাশীরা। তবে এতো কিছুর পর টিকিট নামের সোনার হরিণের দেখা পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন অনেকে।

এদিকে, কালোবাজারি ঠেকাতে সজাগ আছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার কোনো সিডিউল বিপর্যয় হবে না বলে আশ্বস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

অপর দিকে ২ জুন বিক্রি হবে ১১ জুনের টিকিট। ৩ জুন বিক্রি হবে ১২ জুনের টিকিট। ৪ জুন বিক্রি হবে ১৩ জুনের টিকিট। ৫ জুন হবে ১৪ জুনের টিকিট। ৬ জুন হবে ১৫ জুনের টিকিট।

অপর দিকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে। আর এ দিন বিক্রি হবে ১৯ জুনের টিকিট। ১১ জুন বিক্রি হবে ২০ জুনের টিকিট। ১২ জুন বিক্রি হবে ২১ জুন থেকে। ১৩ জুন বিক্রি হবে ২২ জুনের টিকিট। ১৪ জুন বিক্রি হবে ২৩ জুনের টিকিট। ১৫ জুন বিক্রি হবে ২৪ জুনের টিকিট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply