নাটোরে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে তিন দোকানিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে ৩টি দোকানে র‍্যাবের অভিযানে প্রায় ৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই তিনটি দোকান মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত শহরের নিচাবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

নাটোর র‍্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের নিচাবাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব। অভিযানকালে পলাশ এন্টারপ্রাইজ থেকে ৩২০ কেজি নিষিদ্ধ পলিথিন, টুটেন স্টোর থেকে ৭৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। পরে শহরের তেবাড়িয়া এলাকার পলিন এন্টারপ্রাইজ থেকে ৩ হাজার ৮৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। ওই তিন দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযুক্তরা নিষিদ্ধ পলিথিন বিক্রির কথা স্বীকার করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকীন মাশরুর খান পলাশ এন্টার প্রাইজের মালিককে ২৫ হাজার টাকা, টুটেন স্টোরের মালিককে ৪৫ হাজার টাকা ও পলিন এন্টারপ্রাইজের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত ৪ হাজার ৯২০ কেজি পলিথিন পরিবেশ অধিদফতরের কাছে হস্তান্তর এবং জরিমানাকৃত এক লক্ষ ২০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply