আর্থিক সঙ্কটে টালমাটাল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। হারাতে হয়েছে ক্লাব ইতিহাসের সেরা রত্ন লিওনেল মেসিকে। প্রায় ১০০ কোটি পাউন্ডেরও বেশি ঋণের ভারে জর্জরিত ক্লাবটি। অথচ চলতি দলবদলে এরইমধ্যে প্রায় ৬ কোটি ৮০ লাখ ইউরো খরচ করেছে ক্লাবটি।
দলে ভিড়িয়েছে রবার্ট লেভানডোভস্কি ও রাফিনিয়াদের মতো তারকাদের। এছাড়াও চেজার অ্যাসপিলিয়িকুতা ও জুলেস কুন্ডের দিকেও হাত বাড়িয়ে রেখেছে কাতালানরা। আর্থিক সঙ্কটে থাকা একটি ক্লাব কীভাবে চড়া দামে খেলোয়াড় কিনছে, সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন বায়ার্ন মিউনিখের কোচ হুলিয়ান নাগেলসম্যান।
নাগেলসম্যান বলেছেন, লেভা ছাড়া আরও অনেক খেলোয়াড়কে কিনেছে বার্সেলোনা। কীভাবে আমি জানি না। তারা সম্ভবত পৃথিবীর একমাত্র ক্লাব যাদের অর্থ সঙ্কট থাকার পরও এতো খেলোয়াড় কেনে। এটা বেশ অদ্ভুত ও পাগলাটে ব্যাপার।
শুধু নাগেলসম্যানই নন। দলবদলের বিশেষজ্ঞ ফ্যাবরিসিউ রোমানোও বলছেন একই কথা। রোমানোর মতে, সত্যি কথা বলতে এই মুহূর্তে তারা কোথায় এতো টাকা পেলো তা আমি জানি না। ফুটবলের মানুষরাও জানে না। এমনকি এজেন্টরাও জানে না কীভাবে বার্সা খেলোয়াড়দের কিনেছে।
জেডআই/
Leave a reply