ভারতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিজেপি সমর্থিত দ্রৌপদী মুর্মু। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটিতে প্রথম কোনো আদিবাসী নারী, প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
ভারতীয় গণমাধ্যম হিন্দিস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, কংগ্রেস সমর্থিত প্রার্থী যশোবন্ত সিংহাকে পরাজিত করে ভারতের ১৫তম প্রেসিডেন্ট হয়েছেন তিনি। ফলে ২য় নারী প্রেসিডেন্ট পেলো ভারত। গত ১৮ জুলাই পার্লামেন্টের উভয় কক্ষ এবং বিধানসভার সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) স্থানীয় সময় সকাল ১১টায় ভোট গণনা শুরু হয়। জয়ের জন্য দ্রৌপদীর প্রয়োজন ছিল ৫ লাখ ৪০ হাজার ৯৯৬ ভোট। তবে, তাকে সমর্থন দিয়েছেন প্রায় ৫ লাখ ৭৮ হাজার আইনপ্রণেতা।
এরই মধ্যে ওড়িশায় দ্রৌপদীর নিজ গ্রামে শুরু হয়েছে বিজয় উৎসব। ২৫ জুলাই হবে নতুন প্রেসিডেন্ট হিসেবে তার শপথ অনুষ্ঠান।
/এনএএস
Leave a reply