রংপুরে মাদকবাহী প্রাইভেটকার পুড়িয়ে দিলো জনতা

|

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুরের একটি মাদকবাহী প্রাইভেটকার পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে গঙ্গাচড়ায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছেছেন।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ তথ্যটি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০টায় একটি উত্তেজিত জনতা ধাওয়া করতে শুরু করে। দ্রুতগতিতে ও এলোমেলোভাবে চলতে থাকা সাদা প্রাইভেটকারটি এক পথচারিকে ধাক্কা দিলে উত্তেজিত জনতা এটিকে ধাওয়া করতে শুরু করে। একপর্যায়ে গাড়িটি মানুষের হাতে আটকে ফেললে ড্রাইভারসহ চার আরোহী দৌড়ে পালিয়ে যায়। উত্তেজিত জনতা দেখতে পায়, গাড়ির ভেতরে অনেক ফেন্সিডিলের বোতল। উত্তেজিত জনতা সেটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এর মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে গাড়িটি পুড়ে কঙ্কাল হয়ে গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, বিষয়টি কেন ও কীভাবে হলো, কারা গাড়িটিতে ছিল এবং মাদক কোথায় বহন করা হচ্ছিল তা বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কারটি রেখে যখন আরোহী ও চালক পালিয়ে যায়। তখন কারটি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল রাস্তায় ছিটকে পড়ে। অনেকেই এসব ফেনসিডিল কুড়িয়ে পকেটেও নেয়। পুলিশ আসার পর তারা সরে গেছে।

স্থানীয়দের অভিযোগ, কাকিনা-রংপুর সড়কটি মাদক পাচারের একটি নিরাপদ রুটে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগা দিয়ে এই রুটে মাদক পরিবহন হলেও তাদের কোনো ভ্রুক্ষেপ নেই।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply