ইউরোপে গ্যাস সরবরাহ পুনরায় চালু করেছে রাশিয়া। নর্ড স্ট্রিম-১ নামের বৃহত্তম পাইপলাইনের মাধ্যমে ১০ দিন পর পুনরায় গ্যাস সরবরাহ চালু হলো। খবর আলজাজিরার।
খবরে বলা হয়, রক্ষণাবেক্ষণের জন্য ১০ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২১ জুলাই) থেকে নর্ড স্ট্রিম-১ দিয়ে গ্যাস সরবরাহ শুরু হলেও তা আগের চেয়ে কম। রাশিয়া সরবরাহ বন্ধ করে দিতে পারে, এমন শঙ্কা থেকে গ্যাস ব্যবহার ১৫ শতাংশ কমাতে গতকাল বুধবার ইইউ সদস্যদেশগুলোকে আহ্বান জানায় ইউরোপিয়ান কমিশন।
রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের বড় ক্রেতা ইউরোপ। ২০২১ সালে রাশিয়া তাদের উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশই রফতানি করেছিল ইউরোপে। জার্মানিতে ঠিক করতে দেয়া সরঞ্জাম পাওয়া যাচ্ছে না জানিয়ে গত জুনের মাঝামাঝি নর্ড স্ট্রিম-১ দিয়ে ধারণক্ষমতার চেয়ে ৪০ শতাংশ গ্যাস সরবরাহ কমিয়ে দেয় রাশিয়া।
সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে জানান যে, ইউরোপে গ্যাসের সরবরাহ কম থাকবে। এ নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে উদ্বেগ দেখা দেয়। ফলে ধারণা করা হচ্ছিল যে, গ্যাস সরবরাহ হয়তো আগের মতো হবে না। ফলে আগামী সাত মাস গ্যাস সরবরাহ ১৫ শতাংশ কমানোর আহ্বান জানায় ইউরোপীয় কমিশন। আগস্টের ১ তারিখ থেকে মার্চ ২০২৩ পর্যন্ত গ্যাসের ব্যবহার কমানোর প্রস্তাব দেয়া হয়।
প্রতিবছর গ্রীষ্মকালে নর্ড স্ট্রিম-১ পাইপলাইন রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। তাই শীতের তুলনায় এই সময় গ্যাসের সরবরাহ কম থাকে। কিন্তু এই বছর পরিস্থিতি একটু ভিন্ন। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি ইউরোপের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কথায় উদ্বেগ বাড়ে ইউরোপে।
ইউএইচ/
Leave a reply