প্রচণ্ড গরমে রাস্তার পিচ গলে যাওয়ার ঘটনা আমরা দেখেছি। কিন্তু কখনও কি দেখেছেন গরমের কারণে ট্রেনের সিগন্যাল গলে গেছে? অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে ব্রিটেনে। দেশটির ন্যাশনাল রেলওয়ের পক্ষ থেকে এমন কিছু ছবি শেয়ার করা হয়েছে। খবর হিন্দুস্থান টাইমসের।
তীব্র গরমে পুড়ছে পুরো ইউরোপ। ব্রিটেনের অবস্থাও ভয়াবহ। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। গরমে হাঁসফাঁস করছেন ব্রিটেনের মানুষ। তার মধ্যেই এই ছবি প্রকাশ্যে আসায় সে দেশে গরমের ভয়াবহতা দেখে শিউরে উঠতে হচ্ছে।
ব্রিটেনের ন্যাশনাল রেলওয়ে গলে যাওয়া সিগন্যালের ছবি টুইট করে নাগরিকদের উদ্দেশে বলেছে, ট্রেনে যাত্রা শুরুর আগে ভালো করে দেখে নিন, পরিষেবা স্বাভাবিক আছে কিনা। প্রবল গরমের কারণে ট্রেনের সিগন্যাল বহু জায়গায় গলে যাওয়ায় পরিষেবা ব্যাহত হচ্ছে। শুধু তাই-ই নয়, রেললাইনে আগুন ধরে যাচ্ছে। ফলে বিভিন্ন স্থানে রেল পরিষেবা সীমিত করে দেয়া হয়েছে।
🔥 The East Coast Mainline has re-opened following a fire that spread to the track in Sandy, Bedfordshire – due to the extreme heat. 🌡️
⚠️ Disruption is still to be expected throughout the day, so check before you travel – @nationalrailenq.
➡️ https://t.co/4wBwJJ7g6T pic.twitter.com/qQ1fj0f0NG
— Network Rail (@networkrail) July 20, 2022
ইউএইচ/
Leave a reply