কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রফতানিতে ইউক্রেন-রাশিয়ার সমঝোতা

|

কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য রফতানির সুযোগ তৈরিতে হলো সমঝোতা। আজ শুক্রবারই চুক্তি সই হতে পারে- এমনটা নিশ্চিত করেছে তুরস্ক। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দেশটির রাজধানী ইস্তাম্বুলে বিবদমান দুই পক্ষ ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা বসবেন। জাতিসংঘের নেতৃত্বাধীন এই বৈঠকে থাকবেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তাছাড়া মধ্যস্থতাকারী তুরস্কের শীর্ষ নেতাদের উপস্থিতিতে হবে চুক্তি সই।

গেল দু’মাস ধরে খাদ্যপণ্যের দাম কমাতে যুদ্ধরত দেশগুলোর সাথে দফায়-দফায় আলোচনা চালিয়ে যাচ্ছিল জাতিসংঘ ও তুরস্ক। অবশেষে সেই উদ্যোগ গতি পেলো।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে কার্যত বন্ধ কৃষ্ণসাগর তীরের বন্দরগুলো। শুধু ওডেসা বন্দরেই আটকা ২০ মিলিয়ন টন শস্য। চুক্তি সইয়ের ফলে রাশিয়ার খাদ্যপণ্য আর সারও রফতানি করা যাবে এই সমুদ্রপথে।

এদিকে রাশিয়ার ৭ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে ইউরোপীয় ইউনিয়ন।
আরও পড়ুন: হার্ট প্রতিস্থাপন নিয়ে সুখবর দিলেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply