শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের অবস্থানে সেনাবাহিনীর অভিযান, গ্রেফতার শতাধিক

|

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার রাজধানীতে বিক্ষোভকারীদের মূল অবস্থানে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার (২২ জুলাই) ভোরে শতাধিক আন্দোলনরত লঙ্কানদের গ্রেফতার করা হয়। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরে ছিল প্রতিবাদের মূলমঞ্চ ‘গোতা গো গামা’। সেটি ঘিরেই মধ্যরাত থেকে বাড়তে থাকে উত্তেজনা। অবস্থানরত লঙ্কানদের শান্তিপূর্ণ উপায়ে জায়গাটি খালি করার নির্দেশ দেয় নিরাপত্তা বাহিনী। কিন্তু বিক্ষোভকারীরা রাজি না হওয়ায় তাদের ওপর চড়াও হয় সেনা সদস্যরা। লাঠিচার্জ আর অস্ত্রের মুখে গ্রেফতার করা হয় আন্দোলনের নেতাদের। পাশাপাশি ছিঁড়ে ফেলা হয় তাদের তাঁবু। হুড়োহুড়িতে আহত হয়েছেন অনেকে। বিবিসির সাংবাদিকসহ বেশ কয়েকজন সংবাদকর্মীও হেনস্তা হয়েছেন।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন রনিল বিক্রমাসিংহে। তিনি রাজাপাকসে পরিবারের মতাদর্শ বহন করছেন; একইভাবে চালাবেন লুটপাট- এমন অভিযোগে চলছিল বিক্ষোভ। সেটি থামাতেই অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন রাষ্ট্র প্রধান।
আরও পড়ুন: শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হতে পারেন দিনেশ গুনাবর্ধনে
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply