শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন জ্যেষ্ঠ আইনপ্রণেতা দিনেশ গুনাবর্ধনে। শুক্রবার (২২ জুলাই) প্রেসিডেন্টের কার্যালয়ে শপথ গ্রহণ করেন ৭৩ বছর বয়সী এই রাজনীতিক।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগপর্যন্ত তিনি ছিলেন পার্লামেন্টের ‘লিডার অব দি হাউস’। অভিজ্ঞ রাজনীতিক গুনাবর্ধনে ছিলেন শ্রীলঙ্কার সাবেক পররাষ্ট্রমন্ত্রী। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত পালন করেছেন সরকারি চিফ হুইপের দায়িত্ব। দেশটির অন্যতম রাজনৈতিক পরিবার থেকে গুনাবর্ধনে প্রবেশ করেছেন পার্লামেন্টে।
এদিকে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর আজই মন্ত্রিসভা ঘোষণার কথা রয়েছে রনিল বিক্রমাসিংহের। অবশ্য মন্ত্রিপরিষদের কলেবর সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলাকে গুরুত্ব দিয়ে সাজানো হচ্ছে সরকার কাঠামো।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের অবস্থানে সেনাবাহিনীর অভিযান, গ্রেফতার শতাধিক
ইউএইচ/
Leave a reply