সালাহ ও মেন্ডিকে টপকে আফ্রিকান বর্ষসেরা ফুটবলার মানে

|

সাদিও মানে। ছবি: সংগৃহীত

বর্ষসেরা আফ্রিকান ফুটবলার নির্বাচিত হয়েছেন সদ্যই লিভারপুল থেকে বায়ার্ন মিউনিখে নাম লেখানো সেনেগালিজ তারকা ফরোয়ার্ড সাদিও মানে। মোহামেদ সালাহ ও এডোয়ার্ড মেন্ডিকে টপকে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

মরক্কোর রাবাতে বৃহস্পতিবার (২১ জুলাই) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের নাম। সালাহ এবং মানে দুইজনই ক্লাবের হয়ে জিতেছেন কারাবাও কাপ এবং এফএ কাপ। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে হয়েছেন রানার্সআপ। লিভারপুলের হয়ে গত মৌসুমে ৫১ ম্যাচে ৩১ গোল করেছেন সালাহ, সেই সাথে করিয়েছেন ১৬ গোল। অন্যদিকে মানে সমান ম্যাচে ২৩ গোল করার পাশাপাশি করিয়েছেন ৫ গোল।

তবে স্পষ্টতই, পার্থক্য গড়ে দেয়া পারফরমেন্স মানে দেখিয়েছেন আফ্রিকান কাপ অব নেশনসে। এই ফরোয়ার্ডের পেনাল্টি গোলেই সেনেগাল প্রথমবারের মতো আফ্রিকান মুকুট মাথায় পরে। এরপর বিশ্বকাপ বাছাইপর্ব উৎরে সেনেগালকে কাতারের টিকিট এনে দেন মানে। এর আগে, ২০১৯ সালে প্রথমবারের মতো আফ্রিকান বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন মানে।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে অনিশ্চিত আর্জেন্টাইন তারকা ডি পল

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply