কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া মধুরছরা ৪ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাম্পের হেড মাঝিসহ তিনজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তিনজনের মধ্যে হেড মাঝির অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া কুতুপালং মধুরছরা ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ গোলাগুলির ঘটনা ঘটে। উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী এ ঘটনা নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ক্যাম্প ৪ এর হেড মাঝি মোহাম্মদ হোসেন পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খাওয়ার সময় অস্ত্রধারী একদল সন্ত্রাসী গ্রুপের সদস্য এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিতে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ হোসেন, একই ক্যাম্পের বাসিন্দা পেঠান আলী ও নুর হোসেন গুলিবিদ্ধ হয়।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মাড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, বৃহস্পতিবার রাতে উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কথিত আরসা গ্রুপের সন্ত্রাসী দলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন মাঝিসহ তিন জন আহত হয়েছে। এর পরই ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
এসজেড/
Leave a reply