টি-টোয়েন্টি ক্রিকেটে মাহমুদউল্লাহর অধিনায়কত্ব ও পারফরমেন্স, দুটোই ছিল আতশ কাচের নিচে। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে তাই বিশ্রাম দেয়া হয়েছে মাহমুদউল্লাহকে। সেই সাথে বিশ্রামে থাকবেন মুশফিকুর রহিম। ছুটি দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক করা হয়েছে দলের উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে।
শুক্রবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অধিনায়কত্ব বিষয়ে সিদ্ধান্ত নিতে মাহমুদউল্লাহর সাথে বৈঠকে বসেছেন বিসিবির নির্বাচক প্যানেল ও ক্রিকেট অপারেশন্স। মাহমুদউল্লাহ জিম্বাবুয়ে সফরে যাবেন নাকি তাকে বিশ্রাম দেয়া হবে সেটি ঠিক করার জন্যই ডাকা হয় এই বৈঠক। আর জিম্বাবুয়ে সফরের স্কোয়াড ও অধিনায়ককেই বহাল রাখা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে, শোনা যায় এমনটিও। টি-টোয়েন্টির অধিনায়ক ও ব্যাটার হিসেবে মাহমুদউল্লাহর জায়গা নড়বড়ে ছিল বেশ কিছুদিন ধরেই।
উইন্ডিজ সফর থেকে ফেরার আগেই গুঞ্জন ওঠে মাহমুদুল্লাহর অধিনায়কত্ব নিয়ে। সেই শঙ্কাকে সত্যি করে বিসিবি ঘোষণা করলো রিয়াদকে বিশ্রাম দিয়ে সোহানের হাতে দেয়া হয়েছে দলের দায়িত্ব। জিম্বাবুয়ে সফরে রিয়াদ ছাড়াও বিশ্রাম দেয়া হয়েছে মুশফিককে আর সাকিব আল হাসান রয়েছেন ছুটিতে। তাই নুরুল হাসান সোহানকে করা হয়েছে অধিনায়ক। এছাড়া সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে হাসান মাহমুদ আর পারভেজ ইমনকে।
প্রসঙ্গত, সাকিব আল হাসানের ইনজুরিতে ২০১৮ সালে পাঁচ ম্যাচের জন্য অধিনায়কত্ব পেয়েছিলেন মাহমুদউল্লাহ। পরে ২০১৯ সালে সাকিব নিষিদ্ধ হলে স্থায়ীভাবে টি-টোয়েন্টির অধিনায়ক হন মাহমুদউল্লাহ। এই ডানহাতি মিডল অর্ডার ব্যাটারের অধীনেই সবচেয়ে বেশি ৪৩টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এর মাঝে এসেছে সর্বোচ্চ ১৬টি জয়।
তবে অধিনায়কত্বের সময় বেশ কিছু সিদ্ধান্তে সমালোচনার মুখোমুখি হন মাহমুদউল্লাহ। এর মাঝে হাসেনি তার ব্যাটও। এ সময় ৪৩ ম্যাচের ৪২ ইনিংসে ২৩.০০ গড়ে মাহমুদউল্লাহ সংগ্রহ করেছেন ৭৮২ রান। ১১২.৬৮ স্ট্রাইক রেটকেও ফরম্যাটের সাথে সামঞ্জস্যপূর্ণ বলা কঠিন। অধিনায়ক হওয়ার আগেই বরং ৭৫ ম্যাচে ১২১.৩৬ স্ট্রাইক রেটে ১২৬১ রান করেছেন তিনি।
আরও পড়ুন: টি-১০ লিগে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার সাকিব
/এম ই
Leave a reply