অধিনায়কত্ব না থাকাকে ইতিবাচক হিসেবে দেখছেন মাহমুদউল্লাহ: সুজন

|

ছবি: সংগৃহীত

আসন্ন জিম্বাবুয়ে সফরে মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। জিম্বাবুয়ে সফরে রিয়াদ ছাড়াও বিশ্রাম দেয়া হয়েছে মুশফিককে, আর সাকিব আল-হাসান রয়েছেন ছুটিতে। তবে, ওয়ানডে দলে রয়েছে মুশফিক ও মাহমুদউল্লাহর নাম। অধিনায়কত্ব না থাকাকে ইতিবাচক হিসেবে দেখছেন মাহমুদউল্লাহ। এমনটিই জানিয়েছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

দিনভর নাটকীয়তা ছিল টি-টোয়েন্টির অধিনায়ক নিয়ে বিসিবির সভায়। তিন নির্বাচকের সাথে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সাথে সভায় উপস্থিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদও। কঠোর গোপনীয়তা রক্ষা করে রাজধানীর একটি হোটেলে আলোচনা সম্পন্ন করেন বোর্ড কর্তারা। শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় সভা শেষে টি-টোয়েন্টি অধিনায়ক পরিবর্তনের ঘোষণা আসে। অধিনায়কত্ব হারিয়ে বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মাহমুদউল্লাহ। খালেদ মাহমুদ সুজন বলেন, মাহমুদউল্লাহ এ ব্যাপারে খুবই ইতিবাচক।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে কয়েকদিন যাবত আলাপ আলোচনা চলছিল। টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব আমরা নুরুল হাসান সোহানকে দিচ্ছি। আর এই খবরটা আমরা মাহমুদউল্লাহকে জানিয়েছি।

খালেদ মাহমুদ সুজন বলেন, দলকে নেতৃত্ব দেয়ার মতো সক্ষমতা আছে সোহানের। ঘরোয়া ক্রিকেটেও সে ভালো করছে। আমরা দেখেছি, মাঠে কীভাবে অন্যদের উজ্জীবিত করে সে। আমাদের মাথায় আরও কিছু নাম ছিল। তবে আমরা মনে করি, এ ক্ষেত্রে সোহানই ভালো করবে। সোহানই অধিনায়ক থাকবে, এমন না। তাকে এই সিরিজের জন্যই অধিনায়ক করা হয়েছে।

তবে বিশ্বকাপ আর এশিয়া কাপে কে অধিনায়কত্ব করবেন, তা নিশ্চিত করেননি কর্তারা। আপাতত নুরুলেই ভরসা। এই ফরম্যাটে নেই ৩ সিনিয়র। ছুটিতে সাকিব, বিশ্রামে রিয়াদ-মুশি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, মূলত এশিয়া কাপ থেকেই আমাদের বিশ্বকাপের পরিকল্পনা শুরু হবে। জিম্বাবুয়ে সিরিজ আসলে কিছু খেলোয়াড়কে দেখার একটা সুযোগ। এজন্য নতুনদের সুযোগ দিতে সিনিয়র কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেয়া হয়েছে। ইমন তরুণ খেলোয়াড়। হাই পারফরমেন্স স্কোয়াডে সে রয়েছে। সে প্রতিভাবান। তাই তাকে সুযোগ দেয়া হয়েছে।

আরও পড়ুন: সোহানের অধিনায়কত্ব মানেই নতুন যুগের সূচনা নয়: সুজন

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply