খাদ্যশস্য রফতানিতে সম্মত রাশিয়া-ইউক্রেন, বিশ্ববাজারে মূল্য হ্রাসের সম্ভাবনা

|

ছবি: সংগৃহীত।

বিশ্বজুড়ে টালমাটাল খাদ্য শস্যের বাজারে আশার আলো দেখাচ্ছে রাশিয়া-ইউক্রেন চুক্তি। অস্থির বিশ্ববাজারে দেখা দিয়েছে স্বস্তির সম্ভাবনা। তুরস্কের ইস্তানবুলে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রফতানির জন্য দু’দেশের চুক্তি সই হওয়ার সাথে সাথেই ইউক্রেনে শুরু হয়েছে ফসল কাটা। রফতানি বন্ধ থাকায় দুশ্চিন্তায় দিন কাটছিল কৃষকদের। ক্ষেতের গম পাকলেও তা সংগ্রহ করেননি অনেকে। তবে ফের রফতানি চালু হওয়ার খবর শোনার পরই মাঠে নেমে পড়েছেন কৃষকরা। খবর আল জাজিরার।

এদিকে, রুশ সেনাদের হামলায় পুড়ে গেছে অনেকের ক্ষেতের ফসল। এখনও অনেক শস্যক্ষেতে পড়ে আছে গোলাবারুদ। তবে যেটুকু ফসল অবশিষ্ট আছে সেটুকুই ঘরে তুলতে নেমে পড়েছেন কৃষক। ইউক্রেনের জাপোরিঝিয়ার হুলিয়াইপোল কমিউনিটি প্রধান সেরহি ইয়েরম্যাক বলেন, দুর্ভাগ্যবশত অনেক ক্ষেতই পুড়ে গেছে, বিশেষ করে গম ক্ষেত। তবে ফসল তুলতে সবকিছুই করছে কৃষকরা। অনেক সময় বিপজ্জনক কাজও করতে হচ্ছে তাদের। তিনি আরও বলেন, আমাদের অনেক প্রযুক্তিগত যন্ত্রপাতিই পুড়ে গেছে। আমরা আমাদের কৃষি যন্ত্রপাতি নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টা করেছি। তবে খুব কম সংখ্যকই রক্ষা করতে পেরেছি।

ইউক্রেনের শুধু ওডেসা বন্দরেই আটকা ২ কোটি টন খাদ্যশস্য। এছাড়া অনেক শস্য পড়ে আছে গুদামে। নতুন মৌসুমের মাঠ ভর্তি ফসল তো রয়েছেই। বিশেষজ্ঞরা বলছেন, কৃষ্ণসাগর দিয়ে রফতানি শুরু হলে ইউক্রেনের কৃষকদের মুখে হাসি ফোটার পাশাপাশি বিশ্ব বাজারে কমবে খাদ্যপণ্যের দাম।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply