মহারাষ্ট্রে ঘরে ফিরতে নারাজ স্ত্রী, অভিমানে ১০০ ফুট উঁচু টাওয়ারে চড়ে বসলেন স্বামী

|

ছবি: সংগৃহীত

বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে আসতে চাইছেন না স্ত্রী। অনেক অনুরোধের পরেও স্ত্রীর মন যখন কিছুতেই গলছে না তখন রাগে-অভিমানে ১০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে চড়ে বসলেন ভারতের মহারাষ্ট্রের এক ব্যক্তি। তার দাবি একটাই, বউকে বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে ফিরতেই হবে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির নাম গনপত বাকাল। তার ১০০ ফুট মোবাইল টাওয়ারের ওপর চড়ার ভিডিও এখন তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। অবশেষে গ্রামবাসী, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরই তিনি নেমে আসেন টাওয়ার থেকে।

পুলিশ জানিয়েছে, স্ত্রী বাড়ি না ফেরার কারণে বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন গনপত। এ দিন সকাল থেকে মদ্যপান করেন তিনি। আর তারপরেই তিনি উঠে পড়েন ১০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে। উঠেই তার দাবি বউকে বাপের বাড়ি থেকে ফিরে আসতেই হবে, না হলে তিনি আর নামবেন না। অবশেষে অনেক বুঝিয়ে এবং বউকে তার কাছে ফিরিয়ে দেয়ার আশ্বাস দেয়ার পরেই মোবাইল টাওয়ার থেকে নেমে আসেন গনপত।

টানা তিন ঘণ্টা ধরে চলে এই ঘটনা। আর এই ভিডিওই এখন তুমুল ভাইরাল নেটদুনিয়ায়। গনপতের এমন কাণ্ডে ব্যাপক আলোচনা-পর্যালোচনা চলছে নেটদুনিয়ায়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply