রাশিয়ার ওপর ইইউয়ের নিষেধাজ্ঞা কার্যকর হয়নি: হাঙ্গেরির প্রধানমন্ত্রী

|

মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ায় ইউক্রেন যুদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি নতুন কৌশল অবলম্বন করা দরকার বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। খবর আল জাজিরার।

শনিবার (২৩ জুলাই) রোমানিয়াতে দেয়া এক ভাষণে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এ কথা বলেন। তিনি বলেন, যুদ্ধে জয়ী হওয়ার কৌশলের পরিবর্তে একটি নতুন কৌশল অবলম্বন করতে হবে যা শান্তি আলোচনাকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, যেসকল কৌশলগুলোর ওপর ভিত্তি করে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল তা বেশীরভাগ অকার্যকর হয়েছে। কারণ, জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বেশীরভাগ ইউরোপীয় দেশের সরকার অস্থিতিশীল হয়ে পড়েছে।

গেল এপ্রিলে অরবান টানা চতুর্থবারের মত হাঙ্গেরির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন এবং বলেন, হাঙ্গেরি ন্যাটো সদস্যভুক্ত দেশ হলেও তারা প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনের যুদ্ধ থেকে নিজদের বিরত রাখবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply