সুপারস্টার সালমান খানের পর এবার প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলিউডের তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফকে। মুম্বাই পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নবদম্পতিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এই ঘটনায় মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় ওই ব্যক্তির নামে লিখিত অভিযোগ করেছেন ভিকি-ক্যাট।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেছেন ভিকি আর ক্যাটরিনা। ক্যাটরিনা তার ৩৯তম জন্মদিন উদযাপন করতে সেখানে গিয়েছিলেন । মালদ্বীপ থেকে ফেরার পরই তারা হত্যার হুমকি পান। তবে হুমকির বিস্তারিত জানা যায়নি।
উল্লেখ্য, কয়েকদিন আগে সালমান খান ও তার বাবা সেলিম খানকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেয়া হয়। যেখানে লেখা ছিল বাবা আর ছেলের অবস্থাও হবে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মতো।
/এনএএস
Leave a reply