মেক্সিকোর একটি গুদাম থেকে ২৫০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

|

ছবি: সংগৃহীত

মেক্সিকোর একটি গুদাম থেকে প্রায় আড়াইশ’ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করলো দেশটির পুলিশ। যুক্তরাষ্ট্রে পাচারের উদ্দেশে তাদের লুকিয়ে রাখা হয়েছিল। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রোববার (২৪ জুলাই) জিলোতেপেক রাজ্যের এক গুদামঘরে চালানো হয় অভিযান। উদ্ধার পাওয়াদের মধ্যে ১৯৪ জনই গুয়াতেমালার নাগরিক। এছাড়া হন্ডুরাস-নিকারাগুয়া-কিউবা-এল সালভাদরের নাগরিকরাও রয়েছেন সেই দলে।

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। তার আগে দেশটির দক্ষিণাঞ্চলে বেড়েছে অনুপ্রবেশের পরিমাণ। এসব অভিবাসনপ্রত্যাশীরা বেশিরভাগই বৈধ কাগজপত্রহীন।

বিরোধীদের অভিযোগ, বাইডেন সরকারের শিথিল অভিবাসন নীতিমালার কারণেই বাড়ছে মানবঢল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply