তিউনিসিয়ার নতুন সংবিধানে ৯২ শতাংশের বেশি জনগণের সমর্থন: জরিপ

|

তিউনিসিয়ার নতুন সংবিধানকে সমর্থন জানিয়েছেন দেশটির ৯২ শতাংশের বেশি জনগণ। সোমবার (২৫ জুলাই) রাতে এ তথ্য প্রকাশ করেছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সিগমা কাউন্সিল। খবর রয়টার্সের।

অবশ্য জরিপের সত্যতা নিয়ে রয়েছে সন্দেহ। সোমবার সংবিধানে সংস্কার আনার জন্য গণভোটের আয়োজন করা হয় দেশটিতে। সেখানে মাত্র ২৫ শতাংশ ভোটারের উপস্থিতি ছিল।

সংবিধানে পরিবর্তন আনার মাধ্যমে আরও ক্ষমতার অধিকারী হতে যাচ্ছেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। এর প্রতিবাদে ভোট বয়কট করেছে বিরোধী দলগুলো এবং বহু সাধারণ মানুষ। তাদের অভিযোগ, স্বৈরতন্ত্রের দিকে ফিরছে আরব বসন্তের সূতিকাগার হিসেবে পরিচিত তিউনিসিয়া।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply