ব্যাংক খাতে সাংঘাতিক অপরাধ হচ্ছে: হাইকোর্ট

|

হাইকোর্ট।

দেশের ব্যাংক খাতে সাংঘাতিক অপরাধ হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চার ব্যাংক কর্মকর্তার আগাম জামিন আবেদনের শুনানিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

ব্যাংক খাত খুবই নাজুক পরিস্থিতিতে রয়েছে উল্লেখ করে মঙ্গলবার (২৬ জুলাই) হাইকোর্ট বলেন, এখনকার সবচেয়ে নাজুক খাত এটি। এর সংস্কার প্রয়োজন। এ খাতে যে পরিমাণ লুটপাট, জালিয়াতি ও দুর্নীতি হচ্ছে তা ভয়াবহ। তা বন্ধ করা প্রয়োজন।

শুনানি শেষে চার ব্যাংক কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। চার আসামির বিরুদ্ধে প্রায় আড়াই লাখ টাকার দুর্নীতির মামলা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply