হলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন যারা

|

ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই ইন্টারনেটে ঝড় তোলে মুক্তির অপেক্ষায় থাকা রোমান্টিক-কমেডি সিনেমা ‘বারবি’তে রায়ান গসলিংয়ের লুক। ২০২৩ সালে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির চমক এখানেই শেষ নয়। এবার চমকে দিয়েছেন সিনেমার অভিনেত্রী মার্গো রবি। তবে লুক দিয়ে নয়, পারিশ্রমিক দিয়ে। জানা গেছে, বারবি চরিত্রে অভিনয়ের জন্য ১ কোটি ২৫ লাখ ডলার পারিশ্রমিক নিয়েছেন তিনি।

হলিউডে অভিজ্ঞতা খুব একটা হয়নি। এরই মধ্যে মার্টিন স্করসিসি ও কোয়েন্টিন টারান্টিনোর মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন। মাত্র ৩২ বছর বয়সেই অস্ট্রেলিয়ান এ অভিনেত্রী নিজেকে হলিউডের সবচেয়ে পারিশ্রমিক গোনা অভিনেত্রীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মার্গো রবি।  

সম্প্রতি অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভ্যারাইটি ম্যাগাজিন। সেখানেই উঠে এসেছে রবির পারিশ্রমিকের বিষয়টি। জানা গেছে, রবির পারিশ্রমিক এ সময়ের অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ।

২০২০ সালে ‘বার্ডস অব প্রে’ হিট হওয়ার পরেই নিজের পারিশ্রমিক ১ কোটি ডলার থেকে বাড়িয়ে ১ কোটি ২৫ লাখ করেছেন রবি। বারবির জন্য সহ–অভিনেতা রায়ান গসলিং পেয়েছেন রবির সমান পারিশ্রমিক। বহুপ্রতীক্ষিত সিনেমাটি মুক্তি পাবে ২০২৩ সালের ২১ জুলাই।

টাইম ম্যাগাজিন অনুসারে, কিছুদিন আগেও বিশ্বের সেরা প্রভাবশালী ১০০ নারীর তালিকায় স্থান করে নিয়েছিলেন মার্গো। এই মুহূর্তে হলিউডের ব্যস্ততম তারকাদের একজন তিনি। হাতে আছে নোমাডল্যান্ড, দ্য ফাদার, সোল এর মতো বিগ বাজেট প্রজেক্ট।

অন্যদিকে পারিশ্রমিক নিয়ে ভ্যারাইটির তালিকার এ বছরের সবচেয়ে চমক জাগানিয়া নাম মিলি ববি ব্রাউন। ‘স্ট্রেঞ্জার থিংসখ্যাত এ অভিনেত্রী তার নতুন সিনেমা ‘এনোলা হোমস’–এর জন্য নিয়েছেন ১ কোটি ডলার।

এদিকে অভিনেতাদের পারিশ্রমিকের তালিকার শীর্ষে আছেন টম ক্রুজ। চলতি বছর ‘টপ গান: মেভেরিক’–এর কল্যাণে রীতিমতো উড়ছেন টম। জানা গেছে, সিনেমার টিকিট বিক্রির আয়সহ ক্রুজের পারিশ্রমিক দাঁড়িয়েছে ১০ কোটি ডলারে।

এছাড়াও ৩৫ মিলিয়ন পারিশ্রমিক নিয়ে এ তালিকায় আছেন উইল স্মিথ, ৩০ মিলিয়ন নিয়ে ব্র্যাড পিট ও লিওনার্দো ডি’ক্যাপ্রিও। ব্ল্যাড অ্যাডাম সিনেমায় অভিনয়ের জন্য ২২.৫ মিলিয়ন ডলার নিয়েছেন ডোয়াইন জনসন। অভিনেত্রীদের মধ্যে এমিলি ব্লান্ট আছেন ৪ মিলিয়ন নিয়ে।

প্রসঙ্গত, হলিউডের শিল্পীরা পারিশ্রমিক হিসেবে পেয়ে থাকেন অকল্পনীয় অঙ্কের অর্থ। অন্য ইন্ডাস্ট্রির মতো এখানেও কিন্তু নারী-পুরুষের ভেদাভেদ প্রকট। অভিনেতাদের তুলনায় অভিনেত্রীরা পারিশ্রমিক অনেক কম পান। তবে সম্প্রতি সহঅভিনেতা রায়ান গসলিং এর সমান পারিশ্রমিক নিয়ে মার্গো রবি হয়তো সেদিক দিয়ে নতুন দিনের সূচনা করলেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply