ক্রমেই অবনতি হচ্ছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি

|

সংগৃহীত ছবি।

টানা বৃষ্টিপাতে ক্রমেই অবনতি হচ্ছে পাকিস্তানের বন্যা পরিস্থিতির। পাঁচ সপ্তাহব্যাপী চলমান দুর্যোগে এখন পর্যন্ত ৩১২ জনের প্রাণহানির কথা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এপির।

সোমবার টানা ২৪ ঘণ্টার বৃষ্টিপাতে শুধুমাত্র করাচি শহরেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন। সড়কে জলাবদ্ধতার জেরে ব্যাহত হচ্ছে যান চলাচল। তীব্র যানজটের কারণে স্থবির হয়ে পড়েছে দেশটির এ বাণিজ্যিক রাজধানী।

বন্যা ও ভূমিধসে ধ্বংস হয়েছে কমপক্ষে ৯ হাজার ঘরবাড়ি। অনেক এলাকায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগের শিকার বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেন তারা।

সোমবার সিন্ধু প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। বালুচিস্তান, খাইবার পাখতুন, পাঞ্জাব প্রদেশের পরিস্থিতি আরও অবনতির পূর্বাভাস দেয়া হয়েছে। দেশটির আবহাওয়া দফতর জানায়, গত বছরের তুলনায় ১৫০ শতাংশ বেশি বৃষ্টিপাত হবে পাঞ্জাবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply