লোডশেডিংয়ের নামে দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে: জি এম কাদের

|

ফাইল ছবি।

লোডশেডিংয়ের নামে দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে জাতীয় মৎস্যজীবী পার্টি আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জানান, বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি কিছু প্রতিষ্ঠানকে বসিয়ে বসিয়ে মাসে ২ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেয়া হচ্ছে। পিডিবির কাছে বিদ্যুৎ উৎপাদন করে এমন কোম্পানিগুলোর পাওনা ৩০ হাজার কোটি টাকা। বকেয়া পাওনা পরিশোধ করতে না পারলে পিডিবিকে আর বিদ্যুৎ দেবে না সেসব প্রতিষ্ঠান।

এ বাস্তবতায় দেশের সচেতন মহলের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেন জি এম কাদের। বলেন, সঠিক ব্যবস্থাপনায় ব্যর্থ হলে সরকারের সরে দাঁড়ানো উচিত। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে দলটির পক্ষ থেকে গুলশান লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply