ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে ইলেকট্রনিক্স পণ্য বিক্রির দায়ে ৩ দোকানকে জরিমানা

|

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

বেশি দামে ইলেকট্রনিক্স পণ্য বিক্রির দায়ে ৩ দোকানকে জরিমানা করেছে ভোক্তা অধিদফতর। এ সময় বেশি দামে পণ্য বিক্রি ও ভাউচার সংরক্ষণ না করার অপরাধে তিনটি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা যায়।

বুধবার (২৭ জুলাই) দুপুরে পৌর শহরের টিএ রোডে এ অভিযান পরিচালন করেন ভোক্তা অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।

এ বিষয়ে মেহেদী হাসান জানান, দেশব্যাপী লোডশেডিংয়ের কারণে চার্জার ফ্যান ও লাইটের চাহিদা বেড়েছে। এ সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী গায়ের মূল্য থেকে অধিক দামে এসব বিক্রি করছে বলে আমাদের কাছে তথ্য আসে। এর পরিপ্রেক্ষিতে পৌর শহরের টিএ রোডে কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। মূল্য মুছে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে সাগর ইলেকট্রনিক্সকে ৪ হাজার টাকা, গায়ের মূল্য থেকে বেশি দামে বিক্রি করায় শুভেচ্ছা ইলেকট্রনিক্সকে ১০ হাজার টাকা এবং বেচাকেনার ভাউচার সংরক্ষণ না করা ও বেশি দামে পণ্য বিক্রি করায় মনির ইলেকট্রনিক্সকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply