রাশিয়ার গ্যাস সরবরাহ কমানোর প্রভাব এরইমধ্যে পড়তে শুরু করেছে ইউরোপে। মহাদেশজুড়ে এক লাফে ২ শতাংশ বেড়েছে গ্যাসের দাম। খবর বিবিসির।
বুধবার (২৭ সেপ্টেম্বর) ইউরোপের বাজারে গ্যাসের পাইকারি মূল্য দাঁড়ায় প্রতি মেগাওয়াট ঘণ্টায় ২০৫ ইউরোর কাছাকাছি। এর আগে, গত ৮ মার্চ ইউরোপে গ্যাসের দাম উঠেছিল রেকর্ড ২১০ ইউরোর কিছু বেশি। রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল না হলেও বুধবার যুক্তরাজ্যে গ্যাসের দাম বেড়েছে ৭ শতাংশ। এক বছর আগের তুলনায় প্রায় ৬ গুণ বেড়েছে দাম।
ইউক্রেন যুদ্ধের আগে জার্মানি অর্ধেকের বেশি গ্যাস আমদানি করতো রাশিয়া থেকে। যা আসতো নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইনের মাধ্যমে। জুনের শেষ থেকেই কমতে শুরু করে সরবরাহ। যা এখন প্রায় অর্ধেকে নেমে এসেছে। রুশ প্রতিষ্ঠান গ্যাজপ্রম পাইপলাইন সংস্কারের অজুহাত দিলেও ইইউ’র দাবি, তাদের চাপে ফেলতেই মস্কোর এমন পদক্ষেপ।
/এসএইচ
Leave a reply