চট্টগ্রামের সড়ক যেনো মৃত্যুকূপ, উল্টে গেছে পণ্যবোঝাই কন্টেইনার

|

চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় সড়কের গর্তে জমে থাকা পানিতে উল্টে গেছে একটি পণ্যবোঝাই কন্টেইনার, দুর্ভোগে এলাকাবাসী।

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের ইপিজেডে সড়কের গর্তে জমে থাকা পানিতে একটি পণ্যবোঝাই কন্টেইনার উল্টে পড়ে সৃষ্টি জনভোগান্তি। তবে এ সময় পাশে অন্য কোনো যানবাহন ও পথচারী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে নগরীর বন্দরটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ৭ টার দিকে পণ্যবোঝাই একটি টেইলার বিমানবন্দর সড়কের গর্তে পড়ে উল্টে যায়। গাড়িটির চেসিসসহ কন্টেইনারটি উল্টে পড়ায় সড়কে যানজটের সৃষ্টি হয় অনেকটা সাথেসাথেই। ফলে বন্ধ হয়ে যায় একপাশের যান চলাচল।

ট্রাফিক বিভাগ জানায়, ইপিজেড থেকে বন্দরটিলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ৩ মিনিটের পথ পার হতে সময় লাগে আধঘণ্টারও বেশি। রাস্তার পাশে ড্রেন নির্মাণের কাজ চলমান থাকায় সংস্কারেও সুফল মিলছে না বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। আগামী দু’মাস এ ভোগান্তি চলমান থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply