তিন মাসের খাবার কেনার মতো রিজার্ভ থাকাই যথেষ্ট: প্রধানমন্ত্রী

|

দেশের রিজার্ভ কম বেশি হতে পারে; তবে তিন মাসের খাবার কেনার মতো রিজার্ভ থাকাই বাংলাদেশের জন্য যথেষ্ট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দক্ষ জনশক্তি তৈরি ও রফতানির উদ্দেশে ২৪টি নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার (২৮ জুলাই) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

রুশ-ইউক্রেন যুদ্ধকে অর্থহীন উল্লেখ করে প্রধনামন্ত্রী শেখ হাসিনা এ সময় বলেন, এ যুদ্ধে অস্ত্র ব্যবসায়ীরা-ই লাভবান হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। পৃথিবীর উন্নত অনেক দেশের মতো বাংলাদেশও সাশ্রয়ী নীতি অনুসরণ করছে।

প্রবাসী কর্মীরা যাতে হুন্ডির মাধ্যমে টাকা না পাঠায়, সে বিষয়ে প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগী হবার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply