জয়ী হতেই হবে, এমন মানসিকতায় রাণীশংকৈলে সহিংসতা: সিইসি

|

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি।

নির্বাচনে জয়ী হতেই হবে, প্রার্থীদের এমন মানসিকতার কারণেই রাণীশংকৈল উপজেলায় সহিংসতা হয়েছে; এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় গণফোরামের সঙ্গে সংলাপ শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জয়ী হতেই হবে প্রার্থীদের এমন মনস্তাত্বিক সমস্যা থাকলে অবাধ-সুষ্ঠু ভোট আয়োজন সম্ভব নয়। তাই সুষ্ঠু নির্বাচন করতে সবার সহায়তা প্রয়োজন। এ সময় গণফোরাম নেতারা বলেন, নির্বাচন কমিশনের নিজস্ব জনবল না থাকায় চাইলেও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। তাই আগামী জাতীয় নির্বাচনে তারা ইভিএম চায় না বলেও জানান।

প্রসঙ্গত, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গতকাল বুধবার (২৭ জুলাই) ইউপি নির্বাচনে সহিংসতা চলাকালে তা ঠেকাতে পুলিশ গুলি চালালে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়। গুলিতে শিশুটির মাথার খুলি উড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

ওইদিন সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply