‘মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড দেড় মাসের মধ্যে দেয়া হবে’

|

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ফাইল ছবি।

মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড দেয়ার কাজ দেড় মাসের মধ্যেই শেষ করা হবে; জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে পরিবহন পুল ভবনে এই কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি বলেন, আইডি কার্ড শুধু জীবিত মুক্তিযোদ্ধারাই পাবে। আর সনদ দেয়া হবে জীবিত ও মৃত মুক্তিযোদ্ধাদেরও। মৃতদের অনুকূলে সনদ নেবেন নিজ নিজ স্বজনরা। দীর্ঘদিন থেকেই মুক্তিযোদ্ধারা তাদের ডিজিটাল সনদের দাবি জানিয়ে আসছিলেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply