ভোটারের সংখ্যা অনুযায়ী আসন বিন্যাস হলে সহিংসতা ও পেশি শক্তির ব্যবহার কমবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির বৈঠকে এ মন্তব্য করেন তিনি। জানান, জয়ী হতেই হবে প্রার্থীদের এমন মনস্তাত্বিক সমস্যা থাকলে অবাধ-সুষ্ঠু ভোট আয়োজন সম্ভব নয়। প্রার্থীদের এমন মানসিকতার কারণেই রাণীশংকৈল উপজেলায় সহিংসতা হয়েছে। তাই সুষ্ঠু নির্বাচন করতে সকলের সহায়তা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোকে আরও সরব হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৈঠক শেষে গণফোরাম নেতারা বলেন, নির্বাচন কমিশনের নিজস্ব জনবল না থাকায় চাইলেও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। তাই আগামী জাতীয় নির্বাচনে তারা ইভিএম চায় না বলেও জানান। আজ চারটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে ইসি।
/এমএন
Leave a reply