শ্রীলঙ্কায় জরুরি অবস্থার মেয়াদ বাড়লো

|

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার ইতিহাসে ভয়াবহ অর্থনৈতিক সংকটের বিক্ষোভের মধ্যেই জারি করা হয় জরুরি অবস্থা। বিরোধী আইনপ্রণেতাদের আপত্তি সত্ত্বেও বুধবার (২৭ জুলাই) এক মাসের জন্য জরুরি অবস্থা বাড়ানো হয়েছে।আইনপ্রণেতারা জরুরি অবস্থার পক্ষে ১২০ আর বিপক্ষে ৬৩ ভোট দিয়েছেন। এই আইনে সেন্যদের দীর্ঘ মেয়াদে যে কাউকে গ্রেফতার ও আটক করার ক্ষমতা দেয়া হয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে সিঙ্গাপুরে আশ্রয় নেয়ার পরই দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ওই জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে চলেছেন।

এদিকে, শ্রীলঙ্কায় কয়েক মাস ধরে চলা আন্দোলনের নেতৃত্বে থাকা দুই ব্যক্তিকে বুধবার (২৭ জুলাই) গ্রেফতার করেছে লঙ্কান পুলিশ। দু’টি আলাদা বিবৃতিতে পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের একজনের নাম কুশল সানদারুয়ান ও অন্যজন বীরাঙ্গা পুষ্পিকা।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply