ইউপিতে সুশাসন বৃদ্ধির নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

|

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি।

স্থানীয় সরকারের প্রতিনিধিদের প্রধান কাজ সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আয় বাড়ানো। ভোটের জন্য না, মানুষের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থানীয় সরকার প্রতিনিধিদের সম্মেলনে তিনি এ নির্দেশ দেন। বলেন, সরকারের লক্ষ্য দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। কোথাও দারিদ্র্যতা থাকলে এর ব্যর্থতার দায় সরকারের। তাই স্থানীয় সরকারের ব্যর্থতাগুলো চিহ্নিত করে তা সমাধান করতে হবে। ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হলে আয় বৃদ্ধির উপায় বের করতে হবে। এজন্য প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ প্রদানসহ সবভাবেই সাহায্য করতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply