ভারতের রাজস্থানে জেট বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

|

ভারতের রাজস্থানে প্রশিক্ষণের সময় ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ জেট বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় রাজস্থানের বারমেরে এ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার জেট বিমানটি প্রশিক্ষণের জন্য রাজস্থানের উতারলাই বিমান ঘাঁটি থেকে ওড়া শুরু করে। পরে রাত ৯টার দিকে বিমানটি বারমেরের কাছে এসে দুর্ঘটনার সম্মুখীন হয়। এ সময় বিমানে থাকা দুইজন পাইলট মারাত্মকভাবে আহত হন।

এ ঘটনায় ভারতীয় বিমান বাহিনী গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

গেলো বছর জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ছয়টি ‘মিগ টোয়েন্টি ওয়ান’ বিধ্বস্ত হয়েছে ভারতে। প্রাণ হারিয়েছেন পাঁচ পাইলট। হিসাব অনুসারে, পাঁচ বছরে বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতে কমপক্ষে ৪৪ সেনাসদস্য প্রাণ হারিয়েছেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply