চট্টগ্রামে ট্রেন-পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১১

|

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। নিহতরা সবাই পর্যটক বলে নিশ্চিত করেছে ফায়ারসার্ভিস। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে মিরসরাইয়ের বরতাকিয়ায় রেলস্টেশন অঞ্চলে এ ঘটনা ঘটে। খৈয়াছড়া ঝর্ণা দেখে ফেরার সময় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনের সাথে সংঘর্ষ হয় পর্যটকবাহী মাইক্রোবাসটির। এতে মাইক্রোবোসের ভেতরে থাকা যাত্রীরা গুরুতরভাবে হতাহতের শিকার হন।

নিহতদের মধ্যে ৭ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা চট্টগ্রামের হাটহাজারি উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা। পুলিশের ধারণা, নিহতরা সবাই একই এলাকার হতে পারে। তারা সম্পর্কে পরস্পর বন্ধু হতে পারে বলেও ধারণা পুলিশের।

প্রত্যক্ষ্যদর্শীরা বলছেন, গেটম্যান না থাকায় মাইক্রোবাসটি ট্রেনলাইনের ওপর উঠে যায়। এ সময় ট্রেন এসে মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply