এবার রাজশাহী রেলস্টেশনে ঢাবি শিক্ষার্থী রনি

|

রাজশাহী ব্যুরো:

রেলের দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে যাত্রীদের সচেতনতা বাড়াতে রাজশাহীতে গণসংযোগ করেছেন ৬ দফা দাবিতে আন্দোলনকারী ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনি। শুক্রবার (২৯ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে লিফলেট বিতরণ, প্রতিবাদী গান ও পারফর্মিং আর্টের মাধ্যমে রেলের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ জানান তিনি।

এ সময় রনির সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আরও ৪ শিক্ষার্থী। লিফলেটের মাধ্যমে তারা ভোক্তা অধিকার সংরক্ষণ ও পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম বরাবর অভিযোগ দায়ের প্রক্রিয়া সম্পর্কে জানিয়ে দেন। এসময় রেলের দুর্নীতি দূর করতে দেশের প্রতিটি স্টেশনে গণসংযোগ কর্মসূচি পালন করার কথা জানান রনি।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীর কমলাপুর স্টেশনে একাই অবস্থান কর্মসূচি পালন করেন। রেল ব্যবস্থা সংস্কারে তিনি তুলে ধরেছেন ছয় দফা দাবি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply