উজবেকিস্তান থেকে পণ্য আমদানির কথা ভাবছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

|

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি।

উজবেকিস্তান থেকে সারসহ সম্ভাব্য নানা পণ্য আমদানির কথা ভাবছে সরকার। একই সাথে ওষুধসহ অনেক কিছুই দেশটিতে রপ্তানির কথাও ভাবছে বাংলাদেশ।

শুক্রবার (২৯ জুলাই) উজবেকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, দুই দেশের যোগাযোগ বাড়াতে তাদের ঢাকায় দূতাবাস খোলার আহ্বান জানানো হয়েছে।

প্রররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বন্ধ হয়ে যাওয়া তাসখন্দ-ঢাকা ফ্লাইট শুরু করা যায় কিনা সেটিও ভেবে দেখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া উজবেকিস্তান থেকে ই-ভিসা দেয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন প্রণয় কুমার ভার্মা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply