বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। চোটের কারণে দুই গুরুত্বপূর্ণ পেসারকে পাচ্ছে না স্বাগতিকরা।
টেন্ডাই চাতারা আর ব্লেসিং মুজারাবানিকে ছাড়াই নামতে হচ্ছে জিম্বাবুয়েকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। দেশের মাটিতে অনুষ্ঠিত এই বাছাইপর্বের শুরুতে কলারবোনে চোট পান চাতারা। আর উরুর চোট ছিটকে দেয় মুজারাবানিকেও। তাদের বদলে দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার টনি মুনিয়োঙ্গা ও পেসার টানাকা চিভাঙ্গা।
জিম্বাবুয়ে স্কোয়াডের বাকিরা হলেন- ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, রেগিস চাকাভা, চিভাঙ্গা টানাকা, লুক জংউই, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, রিচার্ড এনগারাভা, টনি মুনিওঙ্গা, ভিক্টর নিয়াউচি ও মিল্টন শুম্বা।
আরও পড়ুন: জিম্বাবুয়েতে সবগুলো ম্যাচ জিততে চায় বাংলাদেশ
/এম ই
Leave a reply