‘মিডিয়া আমাকে বিকলাঙ্গ সন্তানের পিতায় পরিণত করেছে’, ক্ষোভ ঝাড়লেন সালাম মুর্শেদী

|

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

নিজেকে বিকলাঙ্গ সন্তানের বাবার সাথে তুলনা করেছেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেছেন, গণমাধ্যম তাকে সব বিষয়ে দোষারোপ করে, বিতর্কিত করছে। লিগ কমিটির চতুর্থ নিয়মিত সভায় এমন মন্তব্য করেছেন তিনি।

ফুটবলে সব খারাপেই দোষারোপ করা হয় আবদুস সালাম মুর্শেদিকে। এমন দাবি করলেন প্রফেশনাল লিগ কমিটির সভাপতি। শুধু তাই নয় মিডিয়া তাকে বিকলাঙ্গের বাবা বানাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আব্দুস সালাম মুর্শেদী বলেন, বলা হচ্ছে ওর দল ভালো করছে, সালামের দল খারাপ করছে। কিন্তু আমি তো জাতীয় দলের দায়িত্বে না। আপনারাই আমাকে বিকলাঙ্গ সন্তানের পিতা বানাচ্ছেন। কাজেই আমার কিছু বলার নেই। প্রথম বিভাগ লিগের খেলা শুরু হবে অনেকদিন পর। আপনারা আমার কথা বলছেন। কিন্তু আমি তো এর দায়িত্বে না।

প্রফেশনাল লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে বসুন্ধরা কিংস ও শেখ জামালের ম্যাচ মুন্সিগঞ্জের পরিবর্তে হবে কিংস অ্যারেনায়। সেখানেই তুলে দেয়া হবে চ্যাম্পিয়ন ট্রফি। এমনটিই জানান সালাম মুর্শেদী।

লিগের আগামী মৌসুম শীঘ্রই মাঠে গড়ানোর সম্ভাবনা কম। বিশ্বকাপের পরে হতে পারে পরবর্তী মৌসুম। এর মাঝে হতে পারে বয়সভিত্তিক আসরগুলো। সালাম মুর্শেদী বলেন, বিপিএলে খেলবে অনূর্ধ্ব-১৮ এবং বিসিএলে খেলবে অনূর্ধ্ব-১৬ দল। এই খেলার দলবদল এবং সবকিছু হবে আগস্টে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়েও কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারবেন অ্যাথলেটরা!

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply