যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স, নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকোয় জরুরি অবস্থা ঘোষণা

|

ছবি: সংগৃহীত

মাঙ্কিপক্স দ্রুত ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ও নিউইয়র্কে স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর নিউইয়র্ক পোস্টের।

শুক্রবার (২৯ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে নিউইয়র্ক পোস্ট জানায়, সান ফ্রান্সিসকোয় ২৬১ জনের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এদের নিয়ে ক্যালিফোর্নিয়া রাজ্যের ৭৯৯ জন মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। এছাড়া নিউইয়র্কে ১ হাজার ২৪৭ জনের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

নিউ ইয়র্কের স্বাস্থ্য কমিশনার ম্যারি’টি বাসেট বলেছেন, ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে। এবং এটি জনস্বাস্থ্যের জন্য আসন্ন একটি বড় হুমকি।

প্রসঙ্গত, গত শনিবার মাক্সিপক্সকে বিশ্বের জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরপরই যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হলো।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply