জাতিসংঘের অধিবেশনে যুক্তরাষ্ট্রকে চীনের তুলাধোনা

|

জাতিসংঘের অধিবেশনে যুক্তরাষ্ট্রকে তুলাধোনা করলো চীন। তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনের আচরণ ‘দ্বিমুখী’ এমন অভিযোগ বেইজিংয়ের। খবর রয়টার্সের।

জাতিসংঘে চীনের প্রতিনিধি গেং শুয়াং জানান, ইউক্রেনে রুশ আগ্রাসনে উদ্বেগ দেখালেও তাইওয়ানের ওপর বেইজিংয়ের সার্বভৌমত্ব ইস্যুতে নাক গলাতে চায় ওয়াশিংটন। চীনের আঞ্চলিক অখণ্ডতাকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি। তাইওয়ানে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির আসন্ন সফর নিয়ে সমালোচনা করেন গেং।

গেং শুয়াং বলেন, কিছু দেশ যখন বারবার ইউক্রেনের সার্বভৌমত্বের ওপর জোর দিচ্ছে। তারাই আবার তাইওয়ান ইস্যুতে চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানায় এবং ক্রমাগত উত্তেজনা তৈরি করতে চায়। এমন আচরণ জাতিসংঘ সনদের প্রতি অসম্মান। নিজেদের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার বিষয়ে চীনের অবস্থান পাথরের মতো শক্ত।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply