হালের ক্রেজ মোহাম্মদ সালাহকে রেখেই ২৩ সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে মিসর। দলটির কোচ হেক্টর কুপার আশাবাদী মোহাম্মদ সালাহকে বিশ্বকাপে ফিট অবস্থায় পাবে মিসর। গত ২৬ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের সার্জিও রামোসের ফাউলে গুরুতর আহত হন সালাহ। কাঁধের হাড় সরে যায় তার। মাঠ থেকে নেমে যেতে হয়, লিভারপুলও ম্যাচ হেরে যায়।
এ ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত তিন সপ্তাহর মতো সময় লাগে। তবে, ভক্তদের সুখবর দিয়েছেন সালাহ নিজেই। বলেছেন, সেরে উঠছেন ধীরে ধীরে। বিশ্বকাপে খেলতে মুখিয়ে আছেন। সোমবার ঘোষিত চূড়ান্ত দলে সালাহকে রেখে সমর্থকদের কপালের ভাঁজ কিছুটা কমিয়েছেন মিসর কোচ। এবার সালাহকে সম্পূর্ণ সুস্থ হয়ে বিশ্বকাপে দেখতে পেলেই হাঁফ ছেড়ে বাঁচবে ভক্তকুল।
বিশ্বকাপের জন্য মিসরের ২৩ সদস্যের দল:
গোলরক্ষক: ইসাম এল হাদারি, মোহাম্মদ এল শেনাউয়ি, শেরিফ একরামি।
ডিফেন্ডার: সাদ সামির, আহমেদ ফাতহি, আয়মান আশরাফ, মাহমুদ হামদি, মোহাম্মদ আবদেল শাফি, আহমেদ হেগাজি, আলি গাবর, ওমর গাবের, আহমেদ এলমোহামেদি।
মিডফিল্ডার: তারেক হামেদ, শিকাবালা, আবদাল্লাহ সাঈদ, স্যাম মরসি, মোহাম্মদ এলনেনি, মাহমুদ কাহরাবা, রামাদান সবহি, মাহমুদ হাসান, আমর ওয়ার্দা।
ফরোয়ার্ড: মারওয়ান মোহসেন, মোহাম্মদ সালাহ।
Leave a reply