সিলেটে গুঁড়িয়ে দেয়া হচ্ছে সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা ৩টি বহুতল ভবন

|

সিলেট ব্যুরো:

সিলেটের পাঠানটুলায় অবৈধভাবে নির্মিত ৩টি ভবন উচ্ছেদে অভিযান চালাচ্ছে সিটি করপোরেশন। একাধিকবার নোটিশ দিয়েও কাজ না হওয়ায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকাল থেকেই শুরু হয় ভবন গুঁড়িয়ে দেয়ার কাজ।

এ নিয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সিলেট-সুনামগঞ্জ সড়কের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে ভবনগুলো। সড়ক বিভাগের পক্ষ থেকে বারবার নোটিশ, গণবিজ্ঞপ্তি জারি করা হলেও মালিকরা কর্ণপাত করেনি। সবশেষ বৃহস্পতিবার (২৮ জুলাই) ভবনগুলো চিহ্নিত করে মালিকদের সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। এরপরও তারা সরে না যাওয়ায় সকাল থেকে ভবন গুঁড়িয়ে দেয়ার কাজ শুরু হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেয়র।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এর আগেও তাদের নোটিশ দেয়া হয়েছে। তারা আশ্বাস দেয় ভেঙে ফেলার। কিন্তু পরে কোনো কাজ হয় না। এরপরই আমরা অ্যাকশনে গেলাম।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply