মোস্তাফিজের কাটারে বোল্ড মারমুখী উইলিয়ামস

|

ফাইল ছবি।

নাসুম আহমেদ, আফিফ হোসেনদের ওভারে ১১, ১২ করে রান তুলছিলেন শন উইলিয়ামস। অধিনায়ক নুরুল হাসান সোহান তখন আক্রমণে ফেরান মোস্তাফিজুর রহমানকে। আর প্রথম বলেই দুর্দান্ত কাটারে বিভ্রান্ত করে শন উইলিয়ামসকে বোল্ড করেন মোস্তাফিজ। আর ১৯ বলে ৩৩ রান করা শন উইলিয়ামসের বিদায়ে স্বস্তি ফেরে টাইগার শিবিরে।

এর আগে, দলীয় ১৫ রানের মাথায় মোস্তাফিজুর রহমানের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন ওপেনার রেজিস চাকাভা। এরপর হাত খুলে খেলার চেষ্টা করেন অধিনায়ক ক্রেইগ আরভিন। কিন্তু মোসাদ্দেক হোসেনের বলে প্লেইড অন হয়ে ব্যক্তিগত ২১ ও দলীয় ৪৩ রানের মাথায় আউট হন আরভিন। এরপর ওয়েসলি মাধেভেরেকে নিয়ে ৫৬ রানের জুটি গড়েন শন উইলিয়ামস। আর এই রান আসে মাত্র ৩৭ রানে।

মাধেভেরে ব্যাট করছেন ৩৮ রান নিয়ে। তার সাথে এখন ক্রিজে আছেন সিকান্দার রাজা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১৪ ওভারে ৩ উইকেটে ১১৪ রান। মোস্তাফিজ নিয়েছেন ২ উইকেট।

আরও পড়ুন: জিম্বাবুয়ে সফরে মাঠের পারফরমেন্সে গুরুত্ব দেয়ার তাগিদ তামিমের

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply