রণবীর-শ্রদ্ধার শ্যুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১

|

ছবি: সংগৃহীত।

রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরের নতুন ছবির শ্যুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মণীশ দেবশী (৩২) নামের একজন সিনেমাকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আলোকসজ্জায় কর্মরত আরও এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনার সময় সেটে রণবীর বা শ্রদ্ধা কেউ উপস্থিত ছিলেন না। খবর হিন্দুস্তান টাইমসের।

শুক্রবার (২৯ জুলাই) মুম্বাইয়ের আন্ধেরি শহরতলির পশ্চিম চিত্রকূট মাঠ এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। এ সময় অস্থায়ী একটি শ্যুটিং প্যান্ডেলে প্রথমে আগুন লাগে। সেখান কাঠের তৈরি কিছু জিনিস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রণবীর-শ্রদ্ধার নতুন ছবি ‘লাভ রঞ্জন’ এর সেটেও আগুন লাগে। আগুন নেভাতে কাজ করে ফায়ারসার্ভিসের ৯টি ইউনিট। সেখানেই দগ্ধ হয়ে মারা যান মনীশ। এ ঘটনায় মোট দুটি সিনেমার শ্যুটিং সেট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এই ছবির প্রযোজক হলেন বনি কাপুর। লাভ রঞ্জন ছবিতে অভিনেতা হিসেবে প্রথম আত্মপ্রকাশ করছেন তিনি। বনি কাপুর জানান, শনিবার (৩০ জুলাই) শ্যুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। রাজশ্রী প্রোডাকশনের এই ছবিতেই সানি দেওলের ছোট ছেলে রাজভীর দেওলের বলিউডে অভিষেক ঘটছে। দুর্ঘটনার সময় সেটেই শ্যুটিং করছিলেন তিনি। তবে রাজভীর অক্ষত আছেন বলে নিশ্চিত করেছেন বনি কাপুর।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply