ভারতে জুনিয়রদের লাইনে দাঁড় করিয়ে সিনিয়রদের র‍্যাগ, আজীবন হোস্টেল ছাড়ার সুপারিশ (ভিডিও)

|

ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের একটি সরকারি কলেজের র‍্যাগিংয়ের ঘটনার এক সপ্তাহের ব্যবধানে ফের একই ঘটনা ঘটেছে। এবারের ঘটনাস্থল রাজ্যের একটি মেডিকেল কলেজ। র‍্যাগিংয়ের সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যায়, সিনিয়র ছাত্ররা জুনিয়রদের লম্বা লাইনে দাঁড় করিয়ে থাপ্পড় মারছে।

প্রায় ৩ মিনিটের সেই ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন সিনিয়র ছাত্র জুনিয়র ছাত্রদের লম্বা লাইনে দাঁড় করিয়ে থাপ্পড় মারছে আর জুনিয়ররা চুপচাপ মাথা নিচু করে মেঝেতে তাকিয়ে ছিল। সে সময় সিনিয়র ছাত্ররা জুনিয়রদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজও করে।

কলেজের ফিজিওলজি বিভাগের অধ্যাপক এবং বিভাগের প্রধান ডা. জগদীশ হুন্দেকারি বলেছেন, ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের র‍্যাগ দিয়েছে ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা। হোস্টেল ওয়ার্ডেন শুক্রবারই এ সংক্রান্ত্র একটি প্রতিবেদন জমা দিয়েছেন।

আরও পড়ুন: দোকানে ডাকাতের সাথে তুর্কিয়ে নারীর ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

বিষয়টি ন্যাশনাল মেডিক্যাল কমিশন হেল্পলাইনের মাধ্যমে কলেজ প্রশাসনকে জানানো হয়। এরপর কলেজের অ্যান্টি-র‍্যাগিং কমিটির বৈঠক হয়। কমিটি সিনিয়র শিক্ষার্থীদের ছয় মাসের জন্য ক্লাস থেকে বরখাস্ত এবং হোস্টেলে থাকা স্থায়ীভাবে নিষিদ্ধ করার সুপারিশ করেছে। তাছাড়া সিনিয়রদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করারও সুপারিশ করেছে কমিটি।

তথ্যসূত্র: এনডিটিভি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply